Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে উফশী পাট ও পাটবীজ উৎপাদনের জন্য বিনামূল্যে নিম্নোক্ত কৃষি উপকরণাদি দিয়ে কৃষকদের সেবা করা হয়ঃ

 

 

ক)      প্রত্যায়িত পাটবীজ (পাট উৎপাদনের জন্য) তোষা ও-৯৮৯৭ এবং ও-৭২ জাতের বিতরন করা হয়।

খ)      রাসায়নিক সার বিতরন করা হয়।

গ)      কীটনাশক ঔষধ বিতরন করা হয়।

ঘ)      ভিত্তি পাটবীজ (বীজ উৎপাদনের জন্য) তোষা ও-৯৮৯৭ অথবা ও-৭২ জাতের বিতরন করা হয়।

ঙ)      রিবনার বিতরন করা হয়

চ)      স্প্রে মেশিন (ব্যবহারের পর ফেরত যোগ্য) বিতরন করা হয়।

ছ)      প্রদর্শনী প্লটের জন্য সাইন বোর্ড (ব্যবহারের পর ফেরত যোগ্য) বিতরন করা হয়।

জ)      পাটচাষীদের প্রশিক্ষণ।